যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু

যাত্রাবাড়ীরাজধানীর যাত্রাবাড়ীর একটি রেস্তোরাঁয় রান্না করার সময় গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ফারুক মিয়া (৪২) নামে একজন মারা গেছেন। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কোনাপাড়ার মমিনবাগ এলাকায় রেড চিলি নামের একটি চাইনিজ রেস্টুরেন্টে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে বাবুল বাবুর্চির সহযোগী ফারুক মিয়া (৪২), চাঁন মিয়া (৩০), হারুন মিয়া (৫০), বিল্লাল মোল্লা (৫০) ও খেলানী ওরফে পিচ্চি (১৮) দ্গ্ধ হন।
দগ্ধদের মধ্যে বিল্লাল মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, একুশে ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই রেস্টুরেন্টে একটি বিয়ের অনুষ্ঠানের রান্নার জন্য যান তারা। বুধবার ভোররাত ৪টার দিকে গ্যাসের সিলিন্ডারের লাইন লিকেজ হয়ে খেলানী ওরফে পিচ্চি দ্গ্ধ হয়। বিষয়টি রেস্তোরাঁর মালিকপক্ষকে জানালে তারা রাতে নতুন সিলিন্ডার যুক্ত করেন। কিন্তু সকাল ৮টার দিকে এটি বিস্ফোরিত হয়। এতে বিল্লাল মোল্লাসহ রান্নাঘরে কর্মরত চারজন দগ্ধ হন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে জানান, দগ্ধদের মধ্যে ফারুক মিয়া শুক্রবার বিকালে মারা গেছেন। এছাড়া চাঁন মিয়ার অবস্থাও আশঙ্কামুক্ত নয়। তারও শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তিনি জানান, দ্গ্ধদের মধ্যে হারুন মিয়া ও বিল্লাল মোল্লা প্রাথমিক চিকিৎসা নিয়ে বুধবারই হাসপাতাল ছেড়েছেন।

/এআইবি/জেএইচ/এপিএইচ/