ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

ইসলামাবাগের একটি ভবনে আগুনরাজধানীর ইসলামবাগে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান।
জানা গেছে, ইসলামবাগের যে ভবনটিতে আগুন লেগেছে তার নিচতলায় প্লাস্টিক পণ্যের গোডাউন রয়েছে। ভবনের অন্য তলাগুলোয় রয়েছে বাসাবাড়ি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্লাস্টি পণ্যের গোডাউনেই আগুনের সূত্রপাত হয়। পরে তা ওই ভবনের কয়েকটি বাসাবাড়িতেও ছড়িয়ে পড়ে।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার।

আরও পড়ুন-

শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রাজশাহী থেকে ঢাকায় এসে দুর্ঘটনায় মেয়েকে হারালেন মা 

/এআরআর/টিআর/