বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রিয়াদে বাংলাদেশি দূতাবাসের আয়োজন

 

JeddahConsulatePhotoআগামী ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে গত ১১ মার্চ জেদ্দা কনস্যুলেটে বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান নেয়ামত বশির জানান, ‘বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় ২০ এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও জেদ্দার ইংরেজি-বাংলা বিভাগীয় স্কুল ও কলেজের ১২০ জন প্রতিযোগী অংশ নেয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে আগামী ১৭ মার্চ পুরস্কার বিতরণ করা হবে।’

এদিকে দিনটি উপলক্ষে ১৪ মার্চ রিয়াদে দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি বিভাগের ইউকেজি থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘ছোটদের বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধুর জন্মদিন: বাংলাদেশের খুশির দিন’।

দূতাবাস কার্যালয় প্রধান মো. মনিরুল ইসলাম জানান, আগামী ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় রিয়াদ দূতাবাস প্রাঙ্গনে মূল কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, পবিত্র কোরআন তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, উপস্থিত ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচিত কবিতা আবৃত্তি, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্য, দোয়া মাহফিল ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলচিত্র প্রদর্শনী।

/এসএনএইচ/