ঢামেকের সামনে মাইক্রোবাসচাপায় আহত ৫

ঢামেক হাসপাতালে আহতদের দুই জনকেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ এলাকায় সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় মাইক্রোবাসের চাপায় রিকশাযাত্রী দুই নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করেছে। মাইক্রোবাস চালককে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। আহতরা হলেন— রিকশাযাত্রী ফারহানা ইসলাম দিশা (২৮) ও তার মা রোকেয়া বেগম (৫০), রিকশাচালক জাহিদুল ইসলাম (৩০) ও রিকশাচালক আলমগীর (৪৫) এবং ফল বিক্রেতা জসিম উদ্দিন (৪০)।

প্রত্যক্ষদর্শী গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাদা রঙের একটি বেপরোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢামেক বহির্বিভাগ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কের একটি রিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতে পাঁচ জন আহত হন। স্থানীয় জনতা মাইক্রোবাসটি ভাঙচুর চালায়। সন্ধ্যা ৬টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এআইবি/জেএইচ/