ওয়ারীতে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ২

আহত সাইদুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমান রাজধানীর ওয়ারীর দিলীপের মাঠ সংলগ্ন বনগ্রাম রোডে দুই পক্ষের পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ, মারধর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুই জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় ওয়ারীর বনগ্রাম রোডে এই ঘটনা ঘটে।
আহতরা এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন আসাদুজ্জামান জনি (৩৯) ও সাইদুর রহমান (৪০)। তাদের মধ্যে আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ আসাদুজ্জামান জনিওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘১০-১৫ বছর আগে আসাদুজ্জামান জনির মামা আবেদের সঙ্গে সাইদুর রহমানের মামলা-মোকদ্দমা ছিল। পূর্ব বিরোধের জের ধরেই মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। আমরা ঘটনাস্থল থেকে একটি শটগান উদ্ধার করেছি। এছাড়া আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
এদিকে ঢামেক হাসপাতালে আহত জনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইদুর রহমান আমার মামা আবেদের জামার কলার চেপে ধরে তাকে মারধর করে। তখন তাকে ছাড়িয়ে আনতে এগিয়ে গেলে সাইদুর গুলি চালায়। এতে আমি আহত হই।’
আহত সাইদুর রহমানের স্ত্রী শিউলি রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে যাচ্ছিলাম। তখন আবেদ ও জনিসহ ১০-১২ জন আমাদের ওপর হামলা চালায়। সাইদুরকে পেছন দিক থেকে ভারী রড দিয়ে আঘাত করে আবেদ। এরপর তাকে ফেলে মারধর করে।’
আহত সাইদুর দীর্ঘদিন জাপানে ছিলেন। মুন্সীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি জড়িত বলে জানা গেছে।
/এআইবি/এআরআর/জেএইচ/