বিএনপি নেতা সোহেলের মুক্তিতে বাধা নেই

হাবিব-উন নবী সোহেলরাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।তার মুক্তিতে এখন আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন সোহেলের আইনজীবীরা।
বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ২০ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন মো. মোস্তফা সরোয়ার সোহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে সোহেলের আইনজীবী সাংবাদিকদের বলেন, এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল উচ্চ আদালত থেকে শতাধিক মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার আরেকটি মামলায় জামিন পেলেন। সবগুলো মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে কোনও বাধা নেই।
গত বছরের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমটি/ইউআই/  এপিএইচ/