কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

দগ্ধ কামাল হোসেনরাজধানীর কলাবাগানে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন দ্বগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কামাল হোসেনকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ আরেকজন আনিছুর রহমানকে (২২) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত ও ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।
ঢামেকে ভর্তি দ্বগ্ধ কামাল হোসেনের ছেলে ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলাবাগান লেকসার্কাসে আমাদের বাসার কাছেই আবেদ ঢালী রোডে কামাল মটরস নামে একটি গাড়ির ওয়ার্কশপ আছে। এর পাশে একটি খাবার হোটেল রয়েছে। হোটেলের রান্নাঘরটি ওয়ার্কশপের সঙ্গে লাগানো। আজ (বুধবার) সকালে বাবা ওয়ার্কশপ খুলেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে হোটেলের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আগুন আমাদের ওয়ার্কশপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় একটি গাড়ি সরাতে গিয়ে বাবা দগ্ধ হন।’
সকাল সাড়ে ৯টার দিকে কামাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। একই ঘটনায় আনিছুর রহমান নামে আরও একজন দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কামাল হোসেনের শরীরের ৩৫ শতাংশ দ্বগ্ধ হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, আনিছুর রহমানের শরীরের ১২ শতাংশ দ্বগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
/এআইবি/টিআর/