তিতাসের এমডিসহ কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে নামছে দুদক

দুদকবিভিন্ন কলকারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুদকের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলা ট্রিবিউনকে জানান, বিভিন্ন কলকারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ, মিটার টেম্পারিংসহ নানা অভিযোগ রয়েছে এমডিসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করেছেন। এমডিসহ তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়েছে দুদক এবং অভিযোগগুলো অনুসন্ধানের জন্য সভায় অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা।
/আরজে/জেএইচ/