গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি নারী শাখার বিক্ষোভ

IMG_2475
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী শাখা।  শুক্রবার (২৪ মার্চ) বিকালে পুরানা পল্টনের মুক্তি ভবন থেকে এক বিক্ষোভ মিছিলও বের করে তারা।
মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে ও অনিন্দা সাহা তুলতুলের সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী শাখার সাধারণ সম্পাদক তাহমিনা ইয়াসমিন নিলা বলেন, ‘জনগণের পকেট কেটে লুটপাটের যে ঘৃণ্য প্রক্রিয়া তার ধারাবাহিকতায় আবাসিক খাতে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়ায় দেশের সাধারণ মানুষ বিশেষ করে নারীরা দ্বিগুণ শোষিত হচ্ছে। সুতরাং এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।’  

IMG_2508
প্রতিনিয়ত নারীর সামাজিক জীবনে যে চ্যালেঞ্জ তা গ্যাসের দাম বাড়ানোর ফলে দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। এই লুটপাটের সরকার ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়ন হতে থাকবে। তাই সাধারণ মানুষকে দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।

/এসটিএস/এসটি/