নিষ্ক্রিয় করা হলো তিনটি বোমা, আহত দুই পথচারী

বোমা নিষ্ক্রিয় করার সময় ক্ষতিগ্রস্থ পুলিশ বক্সরাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণে নিহত যুবকের ট্র্যাভেল ট্রলির ভেতর  থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি  নিষ্ক্রিয় করা হয়েছে বিস্ফোরণ ঘটিয়ে। এর প্রথমটি রাত সাড়ে ১০টার দিকে এবং দ্বিতীয়টি রাত ১১টা ৪০ মিনিটে এবং তৃতীয়টি রাত ১২ টা ২০ মিনিটে নিষ্ক্রিয় করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় করার সময় দুই পথচারী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ধাম জানা যায়নি।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের প্রধান সানোয়ার হোসেন বোমা নিষ্ক্রিয় করার কথা সাংবাদিকদের জানান।  

বোমা নিষ্ক্রিয় করার সময় ক্ষতিগ্রস্থ পুলিশ বক্সউদ্ধারকৃত বোমার মধ্যে একটিকে নিষ্ক্রিয় করার আগে সড়ক বন্ধ করে দেওয়া হয়। তারপর রাস্তা ফাঁকা করে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটিয়ে দু’টি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। তবে দ্বিতীয়টির শব্দ ছিল বিকট। আর এটি বিস্ফোরণের পর দুর্গন্ধ ছড়ায়।

বিমানবন্দরের সামনের রাস্তা বন্ধ করে বোমা নিষ্ক্রিয়করণের কাজ হয়।এদিকে শুক্রবার সন্ধ্যার পর আত্মঘাতী বিস্ফোরণে নিহত ওই যুবকের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তার বয়স ২৩-২৫ বছর। এ ঘটনায় কোনও পুলিশ সদস্য কিংবা সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ বক্সে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটায় ওই যুবক। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

ছবি: নাসিরুল আলম

/এআরআর/আরজে/জেএইচ/