বিস্ফোরণে কলাপসিবল গেট উড়ে পাশের ভবনে পড়ে



আতিয়া মহল (ছবি- আইএসপিআর)সিলেটের ‘আতিয়া মহলে’জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো খুবই বিধ্বংসী ছিল বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, ‘জঙ্গিদের বোমাগুলো এমনই উচ্চক্ষমতার ছিল যে, একটি কলাপসিবল গেট উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। উদ্ধার করা বিস্ফোরক বিস্ফোরণকালে কলাপসিবল গেট উড়ে গিয়ে পাশের বিল্ডিংয়ে পড়েছে।’ সোমবার আতিয়া মহলে অভিযান সম্পর্কে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে জঙ্গিদের শক্তিমত্তা সম্পর্কে ধারণা জানতে চাইলে আতিয়া মহলে প্রথম দিনের অভিযানের একটি ঘটনার উদাহরণ দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘বাড়িটির কলাপসিবল গেটটার সামনে একটা বড় বালতির মধ্যে বিস্ফোরক ছিল। ওটা যখন ডেটোনেট করেছে তখন পুরো কলাপসিবল গেটটা উড়ে এসে পাশের বিল্ডিংয়ে পড়েছে। ওখানে আমাদের তিন চারজন সদস্য ছিল, তারা ছিটকে গেছে। পুরো বিল্ডিং কেঁপে উঠেছে।’
উল্লেখ্য, সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা অভিযানের প্রথম দিন শনিবার ওই বাড়ির অন্য বাসিন্দাদের বের করে নিয়ে যান। এ সময় বাড়িটিতে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহজেই ঢুকতে না পারেন, সেজন্য জঙ্গিরা কলাপসিবল গেটের সামনে বোমাটি রাখে। সেটি নিষ্ক্রিয় করতে গিয়েই এ ঘটনা ঘটে।
ফখরুল আহসান আশঙ্কা প্রকাশ করে বলেন,‘এ রকম এক্সপ্লোসিভ তো ভেতরে আরও থাকতে পারে।’ জঙ্গিদের সর্বশেষ প্রতিরোধ কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘জঙ্গিরা এক্সপ্লোসিভ ফাটিয়েছে, গ্রেনেড চার্জ করেছে, স্মল আর্মস ব্যবহার করেছে। তাদের যা ছিল সব ব্যবহার করেছে।’ তবে ভেতরে আর কোনও থাকার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

 আরও পড়ুন : নারীসহ চার জঙ্গি নিহত, আর কেউ জীবিত নেই
/টিএন/এমএনএইচ/