ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে অধ্যক্ষসহ আটক ৯

প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৯

ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির অভিযোগে একজন অধ্যক্ষ, তিনজন শিক্ষক, এক অফিস সহকারী ও চার ছাত্রকে ৯ জনকে আটকে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গ্রেফতারকতৃরা হলেন, আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, টঙ্গীর কোনিয়া কোচিং সেন্টারের শিক্ষক মো. হামিদুর রহমান ওরফে তুহিন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক মো. আতিকুল ইসলাম, অফিস সহকারী মো. আব্দুল মজিদ এবং ছাত্র মো. আরিফ হোসেন আকাশ ওরফে আদু ভাই, মো. সাইদুর রহমান, মো. রাকিব হোসেন ও তানভীর হোসেন।

আজকের চারজন শিক্ষকসহ সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত মোট সাত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

/এআরআর/এসটি/