মধ্যস্থতা বিধান প্রয়োগ ছাড়াই ‘জারি মামলা’ কেন অবৈধ নয়: হাইকোর্ট

হাইকোর্টঅর্থঋণ আদালতের আইন অনুযায়ী মধ্যস্থতার বিধান অনুসরণ না করেই ‘জারি মামলা’ করা কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম. ফারুকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থঋণ আদালত ও এক্সিম ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার হাসান আজিম সাংবাদিকদের জানান, জাহেদ মান্নান নামে ঢাকার একজন ব্যবসায়ী এক্সিম ব্যাংক থেকে ঋণ নেন। সেই ঋণ খেলাপির অভিযোগে ২০১৫ সালে তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এই ধরনের জারি মামলা করার আগে অর্থঋণ আদালত আইন-২০০৩ এর ২২ ধারা অনুযায়ী মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে।
এ অবস্থায় আইন অনুযায়ী মধ্যস্থতার বিধান অনুসরণ না করেই জারি মামলা করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ব্যবসায়ী জাহেদ মান্নান। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন।
/এমটি/ইউআই / এপিএইচ/