হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনা

রাজধানীর হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক নারী আহত হয়েছেন বলেও জানা গেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল একথা জানিয়েছেন।



পুলিশ জানায়, নিহতের নাম জিয়াউল কবির সোহেল (৪৫)। তিনি ভোলা জেলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর গ্রামের মোহাম্মদ তোফায়েল আহমেদের ছেলে। ওয়ান ব্যাংকের দিলকুশা শাখায় ভাইস-প্রিন্সিপাল হিসেবে তিনি কর্মরত ছিলেন। স্ত্রী তানিয়া এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি দক্ষিণ বনশ্রীতে থাকতেন।
পুলিশ আরও জানায়, তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এসআই আব্দুল জলিল জানান, হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে খাদ্য অধিদফতরের এক ট্রাকের ধাক্কায় হতাহতের এ ঘটনা ঘটে। জিয়াউল কবির সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত। পরীক্ষানিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও হেল্পারকে আটক করা হয়েছে।
/এআইবি/এমএ