‘১৪ লাখ ৭০ হাজার ভাড়াটিয়া তথ্য ফরম এমআইএস সার্ভারে’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াঢাকা মহানগরের ১৪ লাখ ৭০ হাজার ভাড়াটিয়া তথ্য সংরক্ষণ করা হয়েছে ফরম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস)। এসব তথ্যের ওপর ভিত্তি করে ভাড়াটিয়ারা প্রত্যেকে একটি করে ইনডেক্স নম্বর পাবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টায় সামাজিক যোগাযোগ ফেসবুকে লাইভে এক ফেসবুক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এই তথ্য জানান।
ওই প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা নাগরিকদের নিরাপত্তার জন্য ঢাকা মহানগর থেকে ভাড়াটিয়াদের তথ্য ফরম সংগ্রহ করেছিলাম। মোট ১৬ লাখ ৮৪ হাজার ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করেছিল ডিএমপি। এর মধ্যে ১৪ লাখ ৭০ হাজার ভাড়াটিয়ার তথ্য ফরম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) সংরক্ষণ করা হয়েছে। তারা প্রত্যেককে একটি করে ইনডেক্স নম্বর পাবেন। তারা বাসা পরিবর্তন করলেও ওই ইনডেক্স নম্বর দিয়ে অন্য এলাকায় বাসা ভাড়া নিতে পারবেন। তবে বাসা বদলের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানাতে জানাতে হবে।’

আরও পড়ুন-

চিংড়িতে ক্ষতিকর জেলি, আড়তদারের কারাদণ্ড

প্রশ্নপত্র ফাঁসে ছাত্র-শিক্ষক-অভিভাবক মিলে একাকার

ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব: ঢামেকের ফজলে রাব্বী হল বন্ধ

/এআরআর/টিআর/