গুলশান ও কুড়িলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জরিমানা করা একটি ফাস্টফুডের দোকানের ছবিভোক্তা অধিকার ক্ষুণ্ন করায় রাজধানীর গুলশান ও কুড়িল এলাকার তিনটি ফাস্টফুড ও সুপারশপকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ আদালত পরিচালনা করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত কুড়িলে অবস্থিত সাসলিক ফ্যাক্টরির ফ্রিজারে একইসঙ্গে রাখা হিমায়িত মাংস, সবজি ও পনির দেখতে পান। ফ্যাক্টরির পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। কর্মীরা তাদের দায়িত্ব পালন করছিলেন গ্লাভস ও অ্যাপ্রন ছাড়াই। এসব কারণে সাসলিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ক্যাপ্রিকর্ন ফাস্টফুড ফ্যাক্টরিকেও অপরিচ্ছন্ন রান্নাঘর, অস্বাস্থ্যকরভাবে কেক তৈরি ও কর্মীদের ফিটনেস সার্টিফিকেট না থাকার কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে গুলশান-২-এর অভিজাত সুপার শপ ইউনিমার্টে অভিযান চালিয়ে ফ্রিজারে একইসঙ্গে বিভিন্ন হিমায়িত খাবার, মেয়াদোত্তীর্ণ, পঁচা ও মেয়াদ উল্লেখবিহীন পণ্য রাখার দায়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে তিনটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএনসিসি।
/ওএফ/টিআর/