প্রশ্নপত্র নেওয়ার সময় স্মার্টফোন বহন করলেই ব্যবস্থা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (ছবি- সংগৃহিত)

ট্রেজারি, থানা অথবা ব্যাংকের লকার থেকে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণের সময় স্মার্টফোন বহন ও ব্যবহার করলে আইনত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। রবিবার (২ এপ্রিল) পরীক্ষার প্রথম দিন প্রশ্নপত্র নেওয়ার সময় স্মার্টফোন বহনের ঘটনার পর এ নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, স্মার্টফোন ব্যবহারকারী দুই কলেজের তিন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দু’টি কলেজের গভর্নিং বডির সভাপতিকে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমানের সই করা আলাদা আদেশে এসব তথ্য জানানো হয়।

তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশে বলা হয়েছে, ‘ট্রেজারি থেকে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ এবং টিঅ্যান্ডটি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরিন ও মাহাবুবুর রহমান কেন্দ্রের প্রশ্নপত্র গ্রহণকালে স্মার্টফোন ব্যবহার করেছিলেন, যা পরবর্তীতে জব্দ করা হয়। ট্রেজারি, থানা অথবা ব্যাংক থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রশ্নপত্র গ্রহণকালে স্মার্টফোন বহন ও ব্যবহার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও বিআইডিএস পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০১৭ পরিপন্থী বিধায় তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং গভর্নিং বড়ির সভাপতিকে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।’

রবিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার আগে ট্রেজারি থেকে পরীক্ষার প্রশ্নপত্র নেওয়ার সময় স্মার্টফোন কাছে থাকায় ওই দিন শিক্ষককে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোন জব্দ করেন ডেপুটি কন্ট্রোলার অদ্বৈত কুমার রায়।

পরীক্ষা শুরুর পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, তিন শিক্ষককে পুলিশের দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া হবে।

/এসএমএ/এমএ/