হলি আর্টিজানে হামলা: ফের পেছালো প্রতিবেদন দাখিলের সময়

হলি আর্টিজান রেস্টুরেন্টরাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ৩১ মে প্রতিবেদন জমা দিতে বলেছেন ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন।

গত বছরের ১  জুলাই হলি আর্টিজানে হামলার পর রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করা হয়। ওই ঘটনায় আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ মিয়া বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, এ নিয়ে ১০ বার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। এ মামলার আসামি হাসনাত করিমসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা চালায় নব্য জেএমবি। এতে দেশি বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছে। ২ জুলাই কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ নিহত হয় ছয়জন। এই ঘটনায় পুলিশ গুলশান থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে সিটিটিসি তদন্ত করছে।

/এসআইটি/বিএল/