আলতাফ চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা ‘স্ট্যান্ড ওভার’

আলতাফ হোসেন চৌধুরী, ছবি- অনলাইন থেকে সংগৃহীতসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্টের দেওয়া আদেশ ৪ সপ্তাহের জন্য স্ট্যান্ড ওভার করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আলতাফ হোসেন চৌধুরীর করা এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।
আদালতে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ১২ এপ্রিল আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা করা হয়। চার্জশিট দাখিলের পর আদালতে এ মামলার কার্যক্রম চলছিল।এ পর্যায়ে তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলে মামলা কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

/এমটি/ইউআই/ এপিএইচ/