বৈশ্বিক ব্যবসা কার্যক্রম সূচকে উন্নতি চায় সরকার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিশ্বব্যাংক আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক ব্যবসা কার্যক্রম সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৭৬। ২০২১ সালের মধ্যে এ অবস্থানকে ১০০-এর নিচে নামিয়ে আনার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এক কর্মশালার আয়োজন করা হয়।
সম্প্রতি হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিশ্ব ব্যাংক আয়োজিত চারদিন ব্যাপী এ কর্মশালায় আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জয়েন্ট স্টক কোম্পানিজ, রাজস্ব বিভাগ, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
গণমাধ্যমে পাঠানো বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,কর্মশালায় আইন সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উন্নতির বিষয়ে প্রতিনিধিরা আলোচনা করেন।
/এসএসজেড/