শুল্ক গোয়েন্দাদের কাছে সময় চাইলেন মুসা

 

মুসা বিন শমসেরঅসুস্থতার কারণ দেখিয়ে শুল্ক গোয়েন্দা তদন্ত দলের কাছে  তিন মাস সময় চেয়েছেন ধনকুবের মুসা বিন শমসের। বুধবার (১৯ এপ্রিল) এ আবেদন করেন তিনি। তার ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) শুল্ক গোয়েন্দা দফতরে তদন্ত দলের কাছে হাজির হওয়ার কথা ছিল তার।

মুসা বিন শমসের তার আবেদনে উল্লেখ করেছেন, তিনি মারাত্মকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে তিনি বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা দফতরে সশরীরে উপস্থিত হতে পারবেন না।ওই আবেদনে তিনি হাজির হওয়ার জন্য তিন মাস সময় বাড়ানোর অনুরোধ করেছেন।

এর আগে, গত ২১ মার্চ গুলশান ২-এর ১০৪ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা। গাড়িটি ভোলার বিআরটিএ থেকে ভুয়া বিল অব এন্ট্রি দিয়ে পাবনার জনৈক ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করানো হয়। আটককালে গাড়ির নম্বর ছিল ভোলা ঘ ১১-০০৩৫।গাড়ির চেসিস অনুসারে এটি শুল্কমুক্ত সুবিধায় (কারনেট ডি প্যাসেজ) আনা হলেও পরে শর্ত অমান্য করা হয়েছে।

দুদকে মুসা বিন শমসেরশুল্ক গোয়েন্দা সূত্র জানায়,মুসা নিজেই গাড়িটির ব্যবহারকারী। তিনি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে অন্যের নামে গাড়িটি রেজিস্ট্রেশন করেন।  এভাবে সরকারকে দুই কোটি ৪৮ লাখ টাকা শুল্ককর ফাঁকি দেওয়া হয়। এ ঘটনায় মুসাকে তদন্ত দলের সামনে সশরীরে হাজির হওয়ার জন্য গত ২৩ মার্চ নোটিশ দেওয়া হয়।

তবে মুসার প্রতিষ্ঠান ‘ডেটকো’র পক্ষ থেকে জানানো হয়, গাড়িটি তিনি ভাড়ায় চালিয়ে আসছিলেন।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন,‘সময় চেয়ে করা মুসার আবেদনটি যাচাই করে দেখছেন শুল্ক গোয়েন্দারা।’

/আরজে/টিআর/এপিএইচ/

আরও পড়ুন: 
মুসা বিন শমসেরের বিলাসবহুল গাড়ি জব্দ

মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধের তথ্য তদন্ত সংস্থায়

মুসা বিন শমসেরের জন্য আইন আলাদা!