মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রবিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের গ্রেফতারে এই নির্দেশনা জারি করেন।

এসময় ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর মোশফেক কবির ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন।

এর আগে এই মামলার ১৩ আসামির মধ্যে সাতজনকে গত ২০ এপ্রিল খুলনা শহর ও ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আর অপর দু’জনকে ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা থেকে গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহিম, সামছুর রহমান গাজী, জাহান আলী বিশ্বাস, শাহাজাহান বিশ্বাস, আবুল করিম শেখ, আব্দুর বক্কর সরদার ও রহমত গাজী। আর ঢাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন, সোহরাব হোসেন সরদার ও নাহের আলী ফকির।

/এমটি/ টিএন/