দাবি আদায়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনছয় হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও এসব স্কুলে কর্মরত প্রায় ২৪ হাজার শিক্ষকের চাকুরি সরকারিকরণের লক্ষ্যে ২০১৭-১৮ সালের জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শামসুল আলম বলেন, '১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষণায় প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করেন। প্রায় ৪০ বছর অতিবাহিত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণায় ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণার পরেও বর্তমানে প্রায় ছয় হাজার  প্রাথমিক বিদ্যালয় ও এতে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে কর্মরত আছেন।’
এসময় দাবি আদায়ের লক্ষ্যে তিনি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি হলো- আগামী ৩রা মে জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত ও মানববন্ধন,  ১৫ মে সোমবার থেকে ২৫মে বৃহস্পতিবার পর্যন্ত ৬৪ জেলায় পর্যায়ক্রমে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১০ জুলাই সোমবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এ আন্দোলনের সমন্বয়কারী মৃগেন্দ মোহন সাহা, এস এম আব্দুল মান্নান সিদ্দিকী, আতাউর রহমান, হাফিজুর রহমান, রফিক আহমেদ, আতাউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

/আরএআর/  এপিএইচ/