৫ লাখ টাকা চাঁদার দাবিতে অস্ট্রেলিয়ান দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি!

চাঁদা চেয়ে অস্ট্রেলিয়া দূতাবাসে আসা মেইলঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাসকে ইমেইল পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।মেইলের মাধ্যমে দ্রুত পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। তা না হলে দূতাবাসের লোকজনের ক্ষতি এবং বিস্ফোরণ ঘটানো হবে বলেও মেইলে হুমকি দেওয়া হয়।বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি জসিম উদ্দিন অস্ট্রেলিয়ান দূতাবাস পরিদর্শন করেছেন। দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা মনে করছেন,মোবাইল নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে হুমকি দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিত। এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলা কিংবা কাউকে ফাঁসানোর জন্য এই মেইল পাঠানো হয়েছে। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হুমকির বিষয়ে জানতে চাইলে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটা মেইলের বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমরা অতিরিক্ত নিরাপত্তা জোরদারসহ বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানিয়েছি।’

ডিসি জসিম উদ্দিন জানান, ‘মেইলের ধরন দেখে মনে হয়েছে কোনও ব্যক্তি বা গোষ্ঠী জটিল একটা পরিস্থিতি তৈরি করার জন্য এধরনের মেইল পাঠিয়েছে। যার আইডি থেকে মেইলটি পাঠানো হয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো দূতাবাসের নিরাপত্তা উপদেষ্টার মেইলসংশ্লিষ্ট সূত্র জানায়, দূতাবাসকে হুমকি দেওয়া মেইলে বলা হয়েছে, ‘উই আর হেয়ার ইন ঢাকা গুলশান, কনফার্মিং ইউ দ্যাট আওয়ার আইজ অন ইওর অ্যাম্বাসেডর। উই ডোন্ট ওয়ান্ট এনি ট্রাবল, জাস্ট গিভ আস ফাইভ লাক বাংলাদেশি টাকা, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড উই উইল স্টপ ট্রাবলিং ইওর পিপল, আদারওয়াইজ দেয়ার উইল বি বিগ ব্লাস্ট ইন ইওর অ্যাম্বেসি অ্যাট ১৮৪ গুলশান এভিনিউ, গুলশান-২। আওয়ার কন্টাক্ট ০১৭১৭৮৭৪৭২৪। আওয়ার অ্যাকাউন্ট ডিটেইলস, জনতা ব্যাংক গুলশান শাখা, অ্যাকাউন্ট নাম্বার ০০০০০০১০০৩৩৮১। অ্যাকাউন্ট নাম মুন্না এন্টারপ্রাইজ। রিমেম্বার দিস নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট বিলং টু সামওয়ান হু হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট আস, সো ডোন্ট ট্রাই টু ফাইন্ড আস , জাস্ট কনফার্ম আস আফটার সেন্ডিং দ্য মানি বাই কল অর ইমেইল।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেইলে আরবিতেও কিছু লেখা রয়েছে। মেইলটি পাওয়ার পর ঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাসের নিরাপত্তা উপদেষ্টা ডেভিড জোনস হুমকির আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে হুমকিদাতাকে খুঁজে বের করতে মাঠে নামে।

/এনএল/ এপিএইচ/

আরও পড়ুন:  

বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে ৭১ বছর