অর্ধশত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে পুনর্বাসন

মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে অতিথিরামাদক প্রতিরোধের পাশাপাশি এই অসাধু ব্যবসায়ী ও মাদকসেবীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ। এর অংশ হিসেবে ৫০ জন ব্যবসায়ী ও মাদকসেবীকে পুনর্বাসন করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সরকারি তিতুমীর কলেজে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে ৫০ জনকে একটি করে সেলাই মেশিন ও চার হাজার টাকা করে দেওয়া হয়।

পুনর্বাসিতদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদানের সময় গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ বলেছেন, ‘আরও ২০০ জন পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন। মাদক প্রতিরোধের পাশাপাশি ব্যবসায়ী ও মাদকসেবীদের পুনর্বাসনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আমাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

/আরজে/জেএইচ/