শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় আটক

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটকহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক সৌরভ মণ্ডলকে আটক করা হয়েছে। শুক্রবার ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) আহসানুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুল কবীর বলেন, ‘শুক্রবার রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার (এনআরএক্স ৭৮৭) ফ্লাইটে সৌরভ মণ্ডল চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেন। আগমনী লাউন্জে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশি করে জুতার ভেতরে রাখা পাঁচ টুকরা স্বর্ণের বার পাওয়া যায়।এই স্বর্ণের ওজন দেড় কেজি।

কাস্টমসের এই কর্মকর্তা বলেন, সৌরভ মণ্ডল চট্টগ্রাম থেকে এয়াক্রাফটে ওঠেন। এয়াক্রাফটে উঠার পর তিনি এই স্বর্ণ ই-১৭ নম্বর আসন থেকে সংগ্রহ করে টয়লেটে গিয়ে জুতার ভেতরে লুকিয়ে রাখেন।
ভারতীয় এই নাগরিকের বাড়ি কলকাতার বাগদায়। তিনি পেশায় একজন ইমিটেশন জুয়েলারী ব্যবসায়ী বলে জানান আহসানুল কবীর।
তিনি আরও জানান, আটক পণ্যের মূল্য ৭৮ লক্ষ টাকা। তার বিরুদ্ধে দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় নেওয়া হচ্ছে।

/সিএ /এসএমএ/

আরও পড়ুন




শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণ আটক