দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করবে এফবিসিসিআই: শফিউল ইসলাম

এফবিসিসিআইফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেছেন, ‘দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করবে এফবিসিসিআই। বুধবার (১৭ মে) নব নির্বাচিত পরিচালনা পর্ষদ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।’

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবসায়ী নেতারা দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

সংগঠনের নবনির্বাচিত প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ এবং চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা এসময় উপস্থিত ছিলেন। এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্যরাও পরিচালনা পর্ষদ নেতাদের সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ মে) এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ ২০১৭-২০১৯ মেয়াদকালের জন্য নির্বাচিত হয়।

/জিএম/এসএমএ/