৪ ‘সমকামী’র দুই দিন করে রিমান্ড মঞ্জুর

আদালতকেরানীগঞ্জের আটিবাজার ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে সমকামিতার অভিযোগে আটক ২৮ জনের মধ্যে চার জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকিদের মধ্যে ১৬ জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। এই ১৬ জনকে আগামী দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। আটক ২৮ জন ‘সমকামী’র বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শনিবার (২০ মে) রিমান্ড শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাইরুজ তাসনিমের আদালত এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিদের কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা পাওয়া গেছে।
রিমান্ড শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আনোয়ারুল কবীর বাবুল। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আটক ২৮ জনের বিরুদ্ধে গতকাল (শুক্রবার) কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র‌্যাব-১০-এর আবু বকর সিদ্দিক। মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান ২৮ জনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।’
/ইউআই/টিআর/