ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: আরও আট আসামির জামিন

সেন্ট্রাল হাসপাতাল

ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও আট আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) আলাদা আলাদা আইনজীবীর মাধ্যমে আসামিরা জামিনের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম খোরশিদ আলম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। মকবুল হোসেন জানান, জামিন আবেদনের শুনানি শেষে তিন হাজার টাকা করে মুচলেকায় আট আসামি জামিন পান।

এর আগে গত শুক্রবার (১৯ মে) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

ভুল চিকিৎসায় শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতি মৃত্যুর ঘটনায় গত ১৮ মে সন্ধ্যার দিকে ঢাবি প্রক্টর আমজাদ আলী সেন্ট্রাল হাসপাতালের নয় চিকিৎসককে আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই আসামি ডা. এম এ কাশেম ও ডা. সাজিদ হোসেনকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ঢাবি শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হলেও তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা ওই হাসপাতালে এসে ভাঙচুর করেন। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কনসালট্যান্ট সার্জন মতিওর রহমান।

/এসআইটি/এমএ/