আপাতত হাজিরা দিতে হচ্ছে না রেইনট্রি কর্তৃপক্ষকে

রেইনট্রি হোটেলবনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

সোমবার  হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রেইনট্রি হোটেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

এর আগে গত ১৫মে হোটেলে পাওয়া মদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য  শুল্ক গোয়েন্দা  অধিদফতরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা  অধিদফতরে হাজির হতে  নোটিশ দেওয়া হয়।

সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এমডি শাহ মোহাম্মদ আদনান হারুন।

/এমটি/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: আপন জুয়েলার্স ও রেইনট্রি কর্তৃপক্ষকে তলব করেছে শুল্ক গোয়েন্দারা