পরচুলে দেড় কেজি সোনা, আটক এক

পরচুল থেকে আটক করা সোনাপরচুলে দেড় কেজি সোনা পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় মালয়শিয়া থেকে মালিন্দ এয়ারলাইন্সের (ওডি ১৬৬) একটি ফ্লাইটে আসা যাত্রী আমিনুল হকের পরচুলে ওই সোনা জব্দ করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
আহসানুল কবীর বলেন, ‘যাত্রী আমিনুল হক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে প্রিভেন্টিভ সদস্যরা চ্যালেঞ্জ করেন। এসময় আমিনুল সোনা বহনের কথা অস্বীকার করেন। তার শরীর তল্লাশি করে কোনও সোনা পাওয়া না গেলে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আর্চওয়েতে তাকে পরীক্ষা করা হয়। আর্চওয়েতে পরীক্ষা করার সময় তার সাথে কোনও ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরে দেখা যায়, তিনি পরচুলা পরিহিত এবং তাতে তিনি অভিনব পন্হায় লুকিয়ে সোনা পাচার করছিলেন।’
আহসানুল কবীর বলেন, ‘তার পরচুল থেকে সোনার ১৩টি বার জব্দ করা হয়। এর ওজন দেড় কেজি। মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।আসামিকে থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
/সিএ/টিআর/