নেভাল একাডেমিতে ডিইও ব্যাচের নবীন কর্মকর্তাদের কুচকাওয়াজ

স্বর্ণ পদক গ্রহণ করছেন সুমাইয়া আফরীনচট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ব্যাচের নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনীর (২০১৭/এ ব্যাচের) ১৫ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্প মেয়াদি প্রশিক্ষণ শেষে র‌্যাংক ব্যাজ পরিধান করেন।
আইএসপিআর জানায়, ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৭/এ ব্যাচ হতে সুমাইয়া আফরীন ছয় মাস মেয়াদি প্রশিক্ষণে সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ‘শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ হিসেবে ‘বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেছেন।
ডিইও ২০১৭/এ ব্যাচের কুচকাওয়াজে চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষা সমাপনী ব্যাচের ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও মিড-শিপম্যানদের অভিভাবকরা উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ উপভোগ করেন।
/জেইউ/ এপিএইচ/