সাপের বিষ সন্দেহে ৯টি কন্টেইনার আটক

সাপের বিষ (ফাইল ছবি)রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে সাপের বিষ সন্দেহে নয়টি কন্টেইনার আটক করেছে র‌্যাব-১০-এর একটি দল। এসময় অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় র‌্যাবের ওই দলটি অভিযান পরিচালনা করে। র‌্যাব-১০-এর সিও জাহাঙ্গীর হোসেন মাতাব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, সাপের বিষের মতো দেখতে দ্রব্যের মোট নয়টি কন্টেইনার উদ্ধার করেছে তারা। এর মধ্যে চারটি কন্টেইনারে তরল, চারটি কন্টেইনারে পাউডার ও একটি কন্টেইনারে দানাদার পদার্থ পাওয়া গেছে।

জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধার করা দ্রব্যগুলো বিষ কিনা, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতারণা করে এগুলো বিক্রি করা হয়।’

অভিযানে চার জনকে আটক করে র‌্যাব। তারা হলেন- নজরুল ইসলাম (৬০), সামসুল হায়দার (২৮), মিজানুর রহমান (২৫) ও মো. শাহীন (৩৮)। এসময় তাদের কাছে মেইড ইন ইউএসএ লেখা একটি পিস্তল উদ্ধার করা হয়।

/আরজে/টিআর/