ভারতীয় চ্যানেল ক্ষতিকর, দেশীয় চ্যানেলে জনপ্রিয় সংবাদ

ভারতীয় হিন্দি চ্যানেল আমাদের সংস্কৃতির জন্য কি ক্ষতিকর?সম্প্রতি দেশে হিন্দি চ্যানেলগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে ঊর্ধ্বমুখী জনপ্রিয়তার পরও অধিকাংশ মানুষ মনে করেন, ভারতীয় এসব চ্যানেল দেশের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে দেশীয় চ্যানেলে জনপ্রিয় হচ্ছে সংবাদ। বাংলা ট্রিবিউনের একটি জরিপে এমন তথ্য ওঠে এসেছে। 

‘তারুণ্য ২০১৭: নতুন প্রজন্ম যা ভাবছে’ শিরোনামের এই জরিপে অংশ নিয়েছেন সারাদেশের ২ হাজর ৪০০ জন তরুণ। জরিপের ফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের শতকরা ৭৭ শতাংশের বেশি তরুণ মনে করেন ভারতীয় হিন্দি চ্যানেলগুলো আমাদের সংস্কৃতির জন্য ক্ষতিকর।

দেশি চ্যানেলে কোনটি বেশি দেখেন?

কিছুটা চমকপ্রদ হলেও ফল বিশ্লেষণের পর দেখা গেছে, টেলিভিশন দেখার সময় দেশি চ্যানেলগুলোকেই বেছে নিচ্ছেন বেশিরভাগ তরুণ, তবে তা শুধু খবর দেখার মধ্যেই সীমাবদ্ধ। ৬৫ শতাংশের বেশি তরুণ জানিয়েছেন, তারা দেশি টেলিভিশন চ্যানেলগুলো বেশি দেখেন। ৫২ শতাংশই দেশি টেলিভিশন চ্যানেলগুলোতে কেবল খবর দেখে থাকেন।

কোন চ্যানেল বেশি দেখেন?

দর্শকদের হলবিমুখ হওয়ার কারণে দেশের সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। জরিপের ফলেও মানুষের হলবিমুখতা স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। আপনি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন এমন প্রশ্নের জবাবে প্রায় ৭২ শতাংশ তরুণ সিনেমা দেখতে হলে যান না বলে জানিয়েছেন।

আপনি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন?

জরিপ পরিচালনা: বাংলা ট্রিবিউন

 

জরিপ পরিচালনার সময়কাল:
১ এপ্রিল - ৬ এপ্রিল, ২০১৭
নমুনা সংগ্রহের প্রক্রিয়া:
 
  • দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশের ৮ টি বিভাগীয় শহর ও ২৪টি জেলার গ্রামীণ অঞ্চল থেকে ২৪০০ জন তরুণের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়।
  • শহুরে ও গ্রামীণ জনপদের সমানসংখ্যক তরুণের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে।
  • প্রতিটি বিভাগের বিভাগীয় শহরের বাসিন্দাদের শহুরে হিসেবে ধরা হয়েছে।
  • জেলার গ্রামাঞ্চলের প্রতিনিধিদের গ্রামীণ জনপদের প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে।
  • প্রতিটি বিভাগীয় শহর থেকে ১৫০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়েছে।
  • গ্রামীণ ডাটার জন্য বিভাগীয় শহর ছাড়া তিনটি জেলাকে নির্বাচন করা হয়েছে।
  • বড় বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর ছাড়া জেলাগুলো দৈবচয়নে নির্ধারণ করা হয়েছে।
  • প্রতিটি জেলার গ্রামীণ জনপদ থেকে ৫০ জনের ওপর জরিপ চালানো হয়েছে।

    /এস জি/ এমএনএইচ/