সেবা নিয়ে গাফিলতি সরকার মেনে নেবে না: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রীসরকারি হাসপাতালগুলো দেশের গরীব ও মধ্যবিত্ত মানুষের একমাত্র আশ্রয়স্থল। তাই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। মানুষের সেবা নিয়ে কোনও গাফিলতি সরকার মেনে নেবে না। শনিবার (২৭ মে)রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
হাসপাতাল পরিদর্শনের সময় দেশের অন্যান্য সরকারি হাসপাতালের মতো হৃদরোগ হাসপাতালেও বিনামূল্যের শয্যায় ভর্তি হওয়া রোগীদের বিনামূল্যেই সব ধরনের রক্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগামী বছরের জুনের মধ্যে আরও ৫০০ শয্যা সংযোজন করে জাতীয় হৃদরোগ হাসপাতালের সম্প্রসারণ কাজ সম্পন্ন হবে।

রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের এই দেশে সরকারি স্বাস্থ্যসেবাকে কাঙ্খিত মানে নিয়ে যেতে সরকারে সব উদ্যোগ সফল হবে, যদি চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল থাকে। দেশে নার্স সংকট কমে গেলেও রোগীর চাপের তুলনায় চিকিৎসক অপ্রতুলতা আজও  দূর করা সম্ভব হয়নি। তবে বর্তমানে উপজেলা পর্যায়ে চিকিৎসক অনুপস্থিত নেই বললেই চলে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের মানুষ আজ  চিকিৎসা বঞ্চিত নন। আর যদি কোনও হাসপাতালের সেবা সর্ম্পকে কোনও অভিযোগ পাওয়া যায়, তাহলে তা দ্রুত প্রতিকারের উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার।’

হাসপাতালের সিসিইউ, ক্যাথল্যাব, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ হাসপাতালের মেঝেতেও চিকিৎসাধীন থাকা শয্যার অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরাও উপস্থিত ছিলেন।

/জেএ/এসএমএ/