গুলশানে ল্যাভেন্ডার সুপার শপকে এক লাখ টাকা জরিমানা

ল্যাভেন্ডার সুপার শপরাজধানীর গুলশানের ল্যাভেন্ডার সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালতের সঙ্গে এপিবিএন, ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৫) অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই শ্যাম্পু, স্কিন ক্রিম, সাবান, ফ্রুট জুস, টমেটো কেচাপ ইত্যাদি পণ্য বিক্রি করে আসছিল গুলশান-২-এর ল্যাভেন্ডার সুপার শপ। অভিযানের সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সৈয়দ সেলিম উদ্দিন কোনও কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সুপার শপটিকে এক লাখ টাকা জরিমানা করেন।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫-এর ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল।
/জেইউ/টিআর/