আপন জুয়েলার্সের ১৩ মণ স্বর্ণের মাত্র সাড়ে ৩ কেজির গ্রাহক মিলেছে!

আপন জুয়েলার্সআপন জুয়েলার্সের প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের মধ্যে সাড়ে তিন কেজি ওজনের পরিমাণ স্বর্ণ ফেরত নেওয়ার জন্য ১৮২ জন গ্রাহক কাগজপত্র দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তাদের সবার মোট স্বর্ণের পরিমাণ মাত্র সাড়ে ৩ কেজি। সোমবার (২৯ মে) সকাল ১০টায় শুল্ক গোয়েন্দা, আপন জুয়েলার্স কর্তৃপক্ষ ও জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতাদের উপস্থিতিতে গ্রাহকদের অলঙ্কার ফেরত দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মঈনুল খান বলেন, ‘আমাদের পাঁচটি টিম আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় আগামীকাল সকাল ১০টায় উপস্থিত থাকবে। এসময় ১৮২ জন গ্রাহকের স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হবে। গ্রাহকদের স্বর্ণ ফেরত দেওয়ার সময় জুয়েলারি কর্তৃপক্ষ ও জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।’
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, ‘আমরা মোট ১৮২ জন ক্রেতার রিসিট পেয়েছি, যারা তাদের অলঙ্কার রিপেয়ারিং বা পরিবর্তন করতে দিয়েছিল। এই ক্রেতাদের অলঙ্কারের পরিমাণ মাত্র সাড়ে ৩ কেজি। কিন্তু আমরা জব্দ করেছি প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও স্বর্ণালঙ্কার।’
ডিজি বলেন, ‘গ্রাহকদের স্বর্ণ ফেরত দেওয়ার সময় তাদের রিসিট, পরিচয়সহ বিভিন্ন বিষয় নিশ্চিত হবেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।’
উল্লেখ্য, বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। ওই ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায়। গত ১৪ ও ১৫ মে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্স থেকে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম ডায়মন্ড আটক করেন। এখন পর্যন্ত মালিকপক্ষ এসব স্বর্ণ ও ডায়মন্ডের কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। শুল্ক গোয়েন্দারা ধারণা করছেন, চোরাচালানের মাধ্যমে এসব স্বর্ণ সংগ্রহ করা হয়েছে।
/এআরআর/টিআর/