প্রবাসীদের নিয়ে বৈঠকে বসেছে কাতারের বাংলাদেশ দূতাবাস

-

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সোমবার (৫ জুন) কাতারের সঙ্গে আরব বিশ্বের কয়েকটি দেশসহ মিসরের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশিসহ প্রবাসীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অস্থিরতা কাটিয়ে পরিস্থিতি জানাতে কাতার দূতাবাসে প্রবাসীদের ( বাংলাদেশ সময়) বিকেল সাড়ে ৫টায় দেখা করতে বলা হয়েছে। কাতার দূতাবাসও বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

দোহার বিভিন্ন এলাকা ঘুরে আতঙ্কিত প্রবাসীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মজুদের জন্য সুপারমলগুলোতে ভিড় করতে দেখা গেছে।

এ ব্যাপারে কাতারের আবু হামুরে অবস্থিত সাফারি মলে কর্মরত বাংলাদেশি ক্যাশিয়ার ইমরান হাসান জানান, গতকাল সকালে অবরোধের সংবাদ প্রকাশের পর থেকেই আমাদের মার্কেটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী স্বাভাবিকের চেয়েও বেশি মাত্রায় ক্রয় করতে দেখা যাচ্ছে। তবে তাদের বেশির ভাগই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে কিছু কিছু বাংলাদেশিও রয়েছে।

কাতারের বাংলাদেশি ব্যবসায়ী বাবুল ইসলাম ভুঁইয়া জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটের দেওয়া অবরোধে কাতারে তেমন কোনও প্রভাব পড়বে বলে মনে করছি না। রমজান উপলক্ষে ব্যবসায়ীদের কাছে প্রচুর পরিমাণ পণ্য মজুত আছে। তবে কাঁচা শাক-সবজির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, কারণ শাক-সবজির ৪০ ভাগই আসতো সৌদি আরব থেকে।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ কেউ উদ্বেগ প্রকাশ করলেও বেশিরভাগ বাংলাদেশিই স্বাভাবিক রয়েছেন। তাদের সব কাজকর্ম স্বাভাবিক আছে। তবে যারা ছুটিতে দেশে গিয়েছিলেন তারা ফিরে আসার সময় (গতকাল থেকে) চরম ভোগান্তিতে পড়ছে বলে জানা যায়। অবরোধের ফলে আমিরাতের এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া, বাহরাইনের গালফসহ সব এয়ারলাইনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। তাই যাদের আগে থেকে টিকেট কাটা ছিল তারা সবাই গতকাল থেকে এয়ারপোর্টে আটকে আছেন বলেও জানা গেছে।

এদিকে, কাতারের সঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে জানতে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন বাংলা ট্রিবিউন এর বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান।  

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, পরিবর্তিত পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য তিনি বাংলাদেশি কমিউনিটির নেতাদের ডেকে পাঠিয়েছেন ।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, আমি বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে করে তারা অস্বস্তিতে না থাকেন।

উপসাগরীয় দেশগুলির মধ্যেকার দ্বন্দ্বে বাংলাদেশ কোনও পক্ষ নয় এবং এর কারণে এখানে অবস্থিত বাংলাদেশিদের দুশ্চিন্তার কারণ নেই, এটাই আমরা তাদের ব্যাখ্যা করবো বলে তিনি জানান।

আজকে এ অবগতিমূলক বৈঠক বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে বলে তিনি জানান। বর্তমানে কাতারে কয়েক লাখ বাংলাদেশি কর্মরত আছে।

এদিকে  ৬ জুন দুপুরে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, ‘পুরো পরিস্থিতি কাতার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।  এ ব্যাপারে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও যৌক্তিক কারণ নেই।  বিশেষ প্রয়োজনে বাংলাদেশি কমিউনিটির কারও প্রয়োজন হলে দূতাবাসের নম্বরে (৪৪৬৭ ১৯২৭) এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’

রাষ্ট্রদূতের পাশাপাশি এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সেলর কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল, সচিব নাজমুল আহসান, শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আসগর হোসাইন প্রমুখ।

 /এসএসজেড/এসটিএস/ জেবি/টিএন/ এপিএইচ/