ইউকিয়া আমানোকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউকিয়া আমানো (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)জাপানের অধিবাসী ইউকিয়া আমানোকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ১৭ জুন ঢাবির ২০১৭ সালের সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউকিয়া আমানো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বর্তমান মহাপরিচালক। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং অপব্যবহার রোধকল্পে কাজ করে থাকে ‘আইএইএ’ নামক জাতিসংঘের অধীনে স্বায়ত্তশাসিত এ সংস্থাটি। জাপানি কূটনীতিবিদ হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি।

এদিকে সিনেট অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার বাজেট পাশ হয়। ঢাবির ২০১৬-১৭ অর্থবছরের ৬৬৭ কোটি ১৯ লাখ টাকার সংশোধিত বাজেটও পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এখানে অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, ৩৫ জন নির্বাচিত সিনেট সদস্য, ঢাবির বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মনোনীত কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

/জেএইচ/আপ-এসএনএইচ/