ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টের প্রতিবাদ

 

The Economistদ্য ইকোনমিস্ট পত্রিকায় গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সরকার। লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিষয়ে ওই পত্রিকায় প্রতিবাদপত্র পাঠিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত রিপোর্টে শেখ হাসিনা এবং তার সরকারকে মুসলিমপন্থী হিসেবে অভিহিত করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী একজন মুসলিম, কিন্তু তিনি বা তার সরকার ধর্মনিরপেক্ষ এবং মাদ্রাসা ছাত্রদেরকে গণতান্ত্রিক মূল ব্যবস্থায় আনার প্রয়াসকে অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার শিকার করেননি। বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কোনও ব্যক্তি যদি কোনও অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ থাকে, তবেই তাকে অভিযুক্ত করা হয়।
/এসএসজেড/ এপিএইচ/