‘কাতারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করুন’

কাতারে বাংলাদেশি কর্মীদের নিয়ে আইনি সচেতনতামূলক কর্মশালা। ছবি- প্রতিনিধি। কাতারে বাংলাদেশি কর্মীদের নিয়ে আইনি সচেতনতামূলক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৯ জুন) কাতারের নাজমা এলাকায় একটি রেস্তোরাঁয় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম  বলেন, ‘আমাদের কাতারের সঠিক আইন-কানুন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সব ধরনের অবৈধ কাজ ও অপরাধ থেকে দূরে থেকে কাতারে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উন্নয়নে কাজ করে যেতে হবে।’ তিনি যে কোন সমস্যায় কাতারের দূতাবাসে যোগাযোগ করে পরামর্শ ও সহযোগীতা গ্রহণের আহ্ববান জানান।

কর্মশালায় কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিউনিটি পুলিশ কর্মকর্তা ড. বাহাউদ্দিন বলেন, আপনারা যদি পুলিশকে ভয় পান, তাহলে আপনারাই আইনি সহায়তা থেকে বঞ্চিত হবেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তামীম রায়হান। উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার) সিরাজুল ইসলাম, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাতার শাখার চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কাতার কমিউনিটি পুলিশের কর্মকর্তা আব্দুল মালেক আব্দুল্লাহ, কাতারের দিওয়ানে আমিরির ইতিহাস বিষয়ক বিশেষজ্ঞ ড. হাবিবুর রহমান, কাতার বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রবাসী শ্রমিকরা।

কাতারে বাংলাদেশি কর্মীদের নিয়ে আইনি সচেতনতামূলক কর্মশালা। ছবি- প্রতিনিধি।বাংলাদেশি কর্মীদের উদ্দেশে কমিউনিটি পুলিশের কর্মকর্তারা আইডি তৈরি, নবায়ন, আইডি ব্যান, এক্সিট পারমিটসহ কাতারে বসবাস ও চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় নানা বিষয়ে সচেতনতামূলক দিক-নির্দেশনা দেন। এছাড়াও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় কাতারের বিভিন্ন আইন কানুন সম্পর্কে সাধারণ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. বাহাউদ্দিন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি আধ্যাপক একেএম আমিনুল হক।

ইফতারের আগে মোনাজাত করেন মাওলানা ইউসুফ নূর। অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর হোসেন, কবি মফিজুর রহমান, জাকারীয়া আহাম্মেদ খালিদ, আবু হানিফ রানা, আমিনুল ইসলাম, শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

/এনআই/