ঈদ যাত্রায় বিপাকে কাছের যাত্রীরা

বাসের জন্য মানুষের অপেক্ষানাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসের পাশাপাশি ছেড়ে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকার বাসও। আর এসব বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় তিনগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লোকাল বাসগুলো হয়ে গেছে সিটিং সার্ভিস।

শাহরিয়ার আল নাইম নামে এক যাত্রী জানান, তিনি যাবেন ধামরাই। এসবি লিঙ্ক নামে একটি বাসে উঠেছেন। সাধারণ সময় ভাড়া ৪০ থেকে ৫০ টাকা আর এখন ভাড়া লাগছে ১০০ টাকা।

এ বিষয়ে এসবি লিঙ্কের কন্টাকটার শাহীন বলেন, ‘আর ১০ জন নিতাছে তাই আমরাও নিতাছি। সারা বছরতো কামাই না। ঈদের সময়ই তো কামাবো।’

পাশেই ছিলেন বাসের মালিক মনোয়ার হোসেন। তিনি জানান, পাকুটিয়ার ভাড়া ৯০ টাকা। যাওয়ার সময় বাস ভর্তি থাকলেও আসার সময় খালি। তাই একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

/এমটি/বিএল/