মোহাম্মদপুর থেকে ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ হাসান আলী শামীম (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) বিকাল ৫টার দিকে লাশটি করা হয়। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ হাসান আলী শামীমের বাবার নাম ডা. এসএম আজম আলী। শামীম মোহাম্মদপুরের ৩নং রোডের চাদউদ্যান হাউজে স্ত্রী রেখা ও দুই কন্যাসন্তান নিয়ে থাকতেন। বাসার পাশেই এবি ফার্মেসি নামে তার দোকান ছিল।

শামীমের ভাই রজ্জব জানান, গতরাত থেকে শামীমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ (শুক্রবার) বিকালে লোকজন নিজের বাসার পানির রিজার্ভ ট্যাংকে শামীমের লাশ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রজ্জব বলেন, ‘আমার ভাইয়ের শরীরের একাধিক আঘাতের দাগ ছিল। কেউ তাকে হত্যা করে টাংকিতে লাশ ফেলে যায়।’

এসআই) অপূর্ব কুমার বর্মন জানান, লাশ উদ্ধার করে রাত ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। শামীমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তবে কিভাবে তিনি আঘাত পেয়েছিলেন বা কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

/এসএনএইচ/এমএ/