প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদের ইন্তেকাল

প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা.এম এ মাজেদপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা.এম এ মাজেদ ইন্তেকাল করেছেন। শনিবার (৮ জুলাই) সকালের দিকে রাজধানীর গ্রিন রোডের বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
১৯৯১ সালে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকারী এম এ মাজেদ ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দুই ছেলের বাবা অধ্যাপক মাজেদের বাড়ি সিরাজগঞ্জে। সেখানেই তাকে দাফন করা হতে পারে। ডা. এম এ মাজেদের মৃত্যু সংবাদ পেয়ে সকালেই তার গ্রিন রোডের বাসায় ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
শায়রুল কবির জানান, এম এ মাজেদের ইন্তেকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শোক জানিয়েছেন। এছাড়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. আবদুল আজিজ ও মহাসচিব ডা.এ জেড এম জাহিদও প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
/এসটিএস/এএম/টিএন/