যৌন হয়রানির অভিযোগে জবি’র শিক্ষক বরখাস্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষকের বিরুদ্ধেও বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।রবিবার (৯ জুলাই) জবি’র ৭৪তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই দফতরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) বরখাস্ত করা হয়।
এছাড়াও নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শিক্ষাবর্ষে (২০১৬-১৭) ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষায় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসানকে আগামী পাঁচ বছরের জন্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবালী থেকে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তার পদোন্নতির আবেদন আগামী দুই বছরের জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো জাবির প্রেসরিলিজ

/আরএআর/এআর/