কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘অব্যবস্থাপনা’য় রিট

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা’র বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা’র (সিজেএডি) সাধারণ সম্পাদক, ল’রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার জনস্বার্থে সোমবার (১৭ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব (হাসপাতাল), স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে। রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আইয়ুব আলী আশরাফী। তিনি বলেন, ‘গত ৯, ১০ ও ১১ জুলাই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিটটি করা হয়েছে।’ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলে জানান তিনি।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যাপক অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। ওই হাসপাতালে গজ, ব্যান্ডেজ, কাঁচি, যন্ত্রপতি ও ওষুধ বাবদই ১০ কোটি টাকা খরচ হয়েছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের চাহিদা অনুযায়ী এগুলো কেনা হয়।’ 

এমটি/এএম/টিএন/