সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সতর্ক সংকেতচট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে জানান তিনি।  

তিনি আরও বলেন, ‘সমুদ্র বন্দরগুলোতে  তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বিকালের পরিস্থিত পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বুধবার (১৯ জুলাই) থেকে বন্দরগুলোতে এ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি বলে নিশ্চিত করেছে তারা।  

এ ব্যাপারে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে এক নম্বর সর্তক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানকারী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পথে দুর্বল হতে পারে।
এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সিএ/এএইচ/ এপিএইচ/