‘শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত সিদ্দিকুরের চোখ ফেটে গেছে'

আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমান

রাজধানীর শাহবাগে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দুই চোখ ফেটে গেছে বলে জানিয়েছেন আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. শ্যামল কুমার সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় ডা. শ্যামল কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত শিক্ষার্থীর দুই চোখ ফেটে গেছে। তাই সে চোখে ভিশন (আলো) পাচ্ছে না। এছাড়া তার দুই চোখের পাতা এতো বেশি ফুলে আছে যে, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। এ কারণে অপারেশনে যেতে পারছি না।’

কিসের আঘাত লেগেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আহতের সঙ্গে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, গুলি লেগেছে। কিন্তু ভেতরে কোনও গুলি পাওয়া যায়নি। তবে শক্ত কিছু দ্বারা আঘাত করা হয়েছে। চোখের পিছনের হাড় ভেঙে গেছে।'

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ। বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ ছেড়ে যেতে বলে পুলিশ। এরপর শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুটওভার ব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে  সিদ্দিকুর রহমান (২৩) ও নাইমুল ইসলামকে (২৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

নাইমুল ইসলামকে নিউরো সার্জারি বিভাগের ১০০ ওর্য়াডে ভর্তি রাখা হলেও সিদ্দিকুর রহমানের চোখের অবস্থা মারাত্মক খারাপ হওয়ায় তাকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চক্ষু হাসপাতালেই তিনি চিকিৎসাধীন আছেন।

আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. শ্যামল কুমার সরকার বলেন, ‘আজকে সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা করানো হয়েছে। আগামীকাল অটিতে নিয়ে দেখবো। যদি চোখের ফোলা কমে যায়, তাহলে অপারেশন করা হবে। অন্যথায় শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

/আরজে/জেএ/এআইবি/এমএ/