কুড়িল-পূর্বাচল লিংক রোডে হবে ‘আইকনিক খাল’

বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘‘রাজধানীর হাতিরঝিলের মতো আরেকটি নান্দনিক এলাকা হবে কুড়িল-পূর্বাচল লিংক রোডের দু’পাশ। এখানে একটি খাল খনন করা হবে, যা হবে ‘আইকনিক খাল’। যার কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে।’’ 

শুক্রবার  বেলা ১১টায় কুড়িল-পূর্বাচল লিংক রোডের পাশে ‘১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেহেতু সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি ২০১৮ সালের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, কাজ শেষ হলে চমৎকার দৃশ্য ফুটে উঠবে। বুয়েটের ডিজাইনে রাজউকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন চলছে।’

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘বিলম্বিত হওয়া প্রকল্পগুলো যে কোনোভাবে ২০১৮ সালের মধ্যে শেষ করতে আমি রাজউকের নতুন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।’

এসময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, রাজউকের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদ, প্রকল্প ম্যানেজার মো. হোসেন ও প্রকল্প কর্মকর্তা মেজর নূর মো. সিদ্দিক সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এসএস /এপিএইচ/