একদিনে ৮ হাজার ৩শ ৭৩ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বিএসএমএমইউ

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বর্হিবিভাগে শনিবার (২২ জুলাই) রেকর্ড সংখ্যক ৮ হাজার ৩শ ৭৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। শনিবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একদিনে চিকিৎসাসেবা নেওয়ার হিসেবে এটিকে সর্বোচ্চ সংখ্যক উল্লেখ করে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিতে চেষ্টা করছে বিএসএমএমইউ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্যেও উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার ডেন্টাল অনুষদের বহির্বিভাগসহ সকালের বহির্বিভাগ-১ ও ২-এ সেবা নিয়েছেন ৭ হাজার ৬শ ৫০ জন রোগী। এর মধ্যে নতুন রোগীর সংখ্যা ৫ হাজার ১শ ৫০ ও পুরনো রোগী ২ হাজার ৫শ জন। এছাড়াও বিকেলের বিশেষায়িত বহির্বিভাগে সেবা নিয়েছেন মোট ৭শ ২৩ জন রোগী। এরমধ্যে নতুন রোগী ৬শ একজন এবং পুরনো রোগীর সংখ্যা ১শ ২২ জন। সব মিলিয়ে একদিনে মোট ৮ হাজার ৩শ ৭৩ জন রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন।’

বর্তমানে বিএসএমএমইউ’তে কেবিনসহ আসন রয়েছে মোট এক হাজার ৯শ ৪টি। তবে শিগগিরই কোরিয়া সরকারের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে বলেও নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য।

জেএ/এএইচ/